দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে দুর্গাপুরের বিভিন্ন থানা ঘেরাও করে বিক্ষোভ বামেদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৭ফেব্রুয়ারীঃ
পুলিশের লাঠিচার্জ এ সংগঠনের কর্মী মনসুর আলী মিদ্যার মৃত্যুর প্রতিবাদের অভিযোগে বুধবার সারা রাজ্যের সাথে দুর্গাপুরেও ডি. ওয়াই. এফ. আই কর্মী সমর্থকরা কোকওভেন থানার সামনে বিক্ষোভ কর্মসূচীতে সামিল হলেন। বিক্ষোভ শেষে দাবী সম্বলিত স্বারকলিপি তুলে দেওয়া হয় কোকওভেন থানার আধিকারিকের হাতে। একই সাথে নিউটাউনশিপ থানাতেও বিক্ষোভে সামিল হয় ডি. ওয়াই. এফ. আই কর্মী সমর্থকরা। দুই থানাতে বিক্ষোভ কর্মসূচীকে ঘিরে পুলিশী নিরাপত্তা ছিল থানা চত্বরে।
পাশাপাশি ওই একই ইস্যুতে বুধবার কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বাম কর্মী সমর্থকরা।এদিন পানাগড় বাজারের CPIM এর জোনাল অফিস থেকে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে মিছিল করে কাঁকসা থানার সামনে বিক্ষোভের পাশাপাশি প্রতিবাদ সভা করেন বাম কর্মী সমর্থকরা।
উপস্থিত ছিলেন বাম ছাত্র নেতা সৌভিক দাস,সুরজ পাল,জেলা সম্পাদিকা অনামিকা সরকার, জেলা সভাপতি সাগর ব্যানার্জি, রাজ্য যুব নেতা হেমন্ত প্রভাকর, জেলা যুব নেতা সৌমেন কিস্কু,CPIM নেতা বিরস্বর মন্ডল,অলোক ভট্টাচার্য্য সহ কংগ্রেসের কর্মীরা যোগ দেন। এদিন বিক্ষোভের শেষে কাঁকসা থানায় একটি স্মারকলিপি জমা দেন বাম কর্মীরা।