বকেয়া বেতনের দাবিতে ইসিএলে পরিবহন আটকে বিক্ষোভ নিরাপত্তারক্ষীদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ৩মেঃ
ছ- মাসের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে ইসিএলের পরিবহন আটকে বিক্ষোভ দেখালো সংস্থার বেসরকারি নিরাপত্তারক্ষীরা। ঝাঁঝরা এরিয়ার বিভিন্ন খনির কয়লা মজুদ করা হয় সাউথ শ্যামলা সাইডিং। সেখান থেকে মালগাড়ি করে কয়লা সরবরাহ হয় দেশের বিভিন্ন প্রান্তে। এই সাইডিংটিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ১৫৫ জন বেসরকারি নিরাপত্তা রক্ষী। ছ’ মাস ধরে নিরাপত্তরাক্ষীদের বেতন আটকে রয়েছে অভিযোগ। সোমবার বেতনের দাবিতে সংস্থার পরিবহন আটকে বিক্ষোভ দেখায় নিরাপত্তারক্ষীরা।
নিরাপত্তা রক্ষীদের পক্ষে শেখ আসরাফ জানান ছ’মাস ধরে তাদের বেতন আটকে রাখা হয়েছে। বেতন দেওয়া হচ্ছে না। ফলে আর্থিক সমস্যা দেখা দিয়েছে প্রতিটি পরিবারে। বারংবার আধিকারিকদের বিষয়টি জানালে সুরাহা হচ্ছে না। তিনি জানান দিন পনেরো আগে বিষয়টি নিয়ে তারা আধিকারিকদের দ্বারস্থ হয়েছিলেন। তখন আশ্বাস দেওয়া হয়েছিল দশ দিনের মধ্যে বেতন মিটিয়ে দেওয়া হবে। সেই সময় সীমা পেরিয়ে গেলেও তারা বেতন পাইনি। ঘন্টা দুয়েক বিক্ষোভের পর আধিকারিকদের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।
তবে আজকের বিক্ষোভ প্রসঙ্গে কোন আধিকারিক এর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।