ছটপুজোর পূণ্যস্নানে নেমে দুর্গাপুর ব্যারেজে তলিয়ে মৃত্যু নাবালিকার, পুলিশকে ঘিরে বিক্ষোভ

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৭নভেম্বরঃ
ছটপুজোর প্রাক্কালে পুণ্যস্নান করতে গিয়ে দামোদরে তলিয়ে মৃত্যু হল এক নাবালিকার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই নাবালিকার পরিবার পরিজন সহ স্নান করতে আসা অন্যান্য পুন্যার্থীদের মধ্যে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তাঁরা।
দুর্গাপুরের ২৩নং ওয়ার্ডের ডিভিসি মোড় সংলগ্ন সুভাষপল্লী এলাকার বাসিন্দা শনি তাঁতি(১৬) নেপালীপাড়া হিন্দি হাই স্কুলের একাদশ শ্রেণীতে পড়াশুনা করত। আজ মঙ্গলবার সকালে সে দুর্গাপুর ব্যারেজে যায় ছটপুজো উপলক্ষ্যে পুণ্যস্নান করতে। আনুমানিক সকাল ৮টা নাগাদ সে দামোদরের জলে তলিয়ে যায়। সাথে সাথে খবর দেওয়া হয় বড়জোড়া থানার পুলিশকে। পাশাপাশি স্নান করতে আসা অন্যান্য পুন্যার্থীরা শনিকে খুঁজতে জলে নেমে পড়েন। অভিযোগ, পুলিশকে খবর দেওয়ার পর প্রায় তিন ঘন্টা দেরীতে এসে পৌঁছোয়। এরপরেই পুলিশকে দেখে ক্ষোভে ফেটে পড়ে পুন্যার্থীরা। পরে তাদের কোনোক্রমে বুঝিয়ে পুলিশ উদ্ধারকাজে নামে। শনিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান। অভিযোগ, পুলিশ যদি দেরীতে না আসত তাহলে হয়ত ওই নাবালিকাকে বাঁচানো সম্ভব হতো।