কাজের দাবিতে অন্ডাল বিমান নগরীতে বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৩ডিসেম্বরঃ
জমিদাতা, ট্রেনিংপ্রাপ্ত যুবক-যুবতী ও স্থানীয়দের কাজের দাবিতে মঙ্গলবার অন্ডাল বিমাননগরীতে বিক্ষোভ দেখালেন কৃষক শ্রমিক ও যুব ওয়েলফেয়ার সোসাইটি। বেলা ১০ টা থেকে ১ টা পর্যন্ত চলে বিক্ষোভ।
স্থানীয় সূত্রে জানা গেছে ২০০৮ সালে অন্ডাল বিমান নগরীর জন্য জমি অধিগ্রহণ করা হয়। উন্নয়নের স্বার্থে এলাকার মানুষজন স্বেচ্ছায় জমি দেন। তৎকালীন বামফ্রন্ট সরকার দাবি করেছিল বিমান নগরী হলে এলাকার অর্থনৈতিক বিকাশের পাশাপাশি স্থানীয় যুবক-যুবতীদের কর্মসংস্থান হবে। বিমান নগরী সংস্থা বিএপিএল এর উদ্যোগে সেই সময় জমিদাতাদের বাড়ির ছেলে মেয়েদের নাম নথিভূক্ত করে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়ে ছিলেন বলে দাবি। কিন্তু ট্রেনিংপ্রাপ্ত স্থানীয় বেকার যুবক-যুবতীদের ১০ বছর পেরিয়ে গেলেও কাজে নিয়োগ করা হয়নি বলে অভিযোগ। বিক্ষোভকারীরা জানান অবিলম্বে ট্রেনিংপ্রাপ্ত যুবক-যুবতী ও স্থানীয় বেকারদের নিয়োগ করতে হবে, তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুমকি দেন তারা। এদিনের বিক্ষোভ প্রসঙ্গে বিমান নগরী কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মিলেনি।