সিবিআই হেফাজতে লালন সেখের মৃত্যুর ক্ষোভ আছড়ে পড়ল দুর্গাপুরে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৪ ডিসেম্বরঃ
সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর আঁচ লাগল এবার শিল্পাঞ্চল দুর্গাপুরে। বুধবার সকালে দুর্গাপুরে বিক্ষোভ দেখায় আমজনতা। দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাস এ সিবিআই এর অস্থায়ী ক্যাম্প রয়েছে। এখানেও বহুবার জেরা করা হয়েছে বিভিন্ন জনকে তাই সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে কেন লালন শেখের মৃত্যু হল তার জবাব দিক সিবিআই। এই দাবি নিয়ে দুর্গাপুরের এনআইটি ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ আমজনতার। ঘটনার সামাল দিতে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
প্রসঙ্গতঃ ঝোলার ফলেই ফাঁস লেগে মৃত্যু হয়েছে লালনের। সুত্রের খবর রামপুরহাট হাসপাতালে লালনের ময়নাতদন্তের রিপোর্টে এমনতাই বলছে, এমন কি লালনের শিরীরে কোনো মারফহরের চিহ্নও মেলেনি যা ময়ন্তদন্তের রিপোর্টে উল্লেখ আছে।
সোমবার বিকেল ৪টে ৪৫ নাগাদ রামপুরহাটে সিবি আইয়ের অস্থায়ী ক্যাম্পে ‘পার্সিয়াল হ্যাংগিং” অবস্থায় বগটুই গণহত্যার অন্যতম অভিযুক্ত লালনের মৃতদেহ মেলে। মঙ্গলবার দুপুর ২-৫টা পর্যন্ত্য রামপুরহাট হাসপাতালে লালনের ময়নাতদন্ত হয় চারজন চিকিৎসক ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। গোটা ঘটনার ভিডিওগ্রাফিও করা হয়। সেই রিপোর্টই বুধবার সকালে সুত্র মারফত জানাজানি হয়।
অপরদিকে, লালন সেখের পরিবারের তরফে অভিযোগ করা হয় সিবিআই হেফাজতে মারধর করার ফলেই মৃত্যু হয়েছে লালনের। লালনের স্ত্রী রেশমা বিবি এ বিষয়ে সিবি আইয়ের বিরুদ্ধে থানায় এফ আই আর দায়ের করেছে,। এ বিষয়ে প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে যা বলছে তাতে বিষয়টি ভিন্ন মাত্রা পেয়েছে।