অন্ডালে বৃদ্ধাশ্রমের আবাসিকদের সুরক্ষা সরঞ্জাম প্রদান
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৮নভেম্বরঃ
খাঁন্দরায় একটি বেসরকারি বৃদ্ধাশ্রম এর আবাসিক ও কর্মীদের উপহার দেওয়া হলো সংক্রমণ সুরক্ষা সরঞ্জাম। রবিবার এই উপহার গুলি দেওয়া হয় ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরাম নামে একটি সংগঠনের পক্ষ থেকে। আশ্রমের কর্মকর্তা বিজু সরকার জানান বর্তমানে আশ্রমে আবাসিক রয়েছেন ২১ জন আর তাদের দেখাশোনা ও পরিষেবার দেওয়ার জন্য রয়েছেন ১৫ জনেরও বেশি কর্মী । আজ আবাসিক ও কর্মী সকলকে সংগঠনের পক্ষ থেকে সুরক্ষা সরঞ্জাম মাস্ক, ফেস শিল্ড, হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে। সংগঠনের এই পদক্ষেপের প্রশংসা করেন বিজু বাবু।
অন্যদিকে সংগঠনের চেয়ারম্যান সুমিত বন্দ্যোপাধ্যায় জানান, দেশজুড়ে এখন আনলক পর্ব চলছে ঠিকই, তবে করোনা সংক্রমণের ভয় রয়েছে এখনো। বৃদ্ধাশ্রমে যেহেতু বেশি বয়স্ক লোক জনেরা থাকেন তাই সংক্রমণের আশঙ্কা তাদের বেশি। তারা যাতে নিরাপদ ও সুস্থ থাকেন সেই জন্যই এই উদ্যোগ বলে জানান সমিত বাবু।