শিশু ও বয়স্কদের পুজোর উপহার
আমার কথা, অন্ডাল, ৩০ অক্টোবরঃ
কালীপুজো ও দীপাবলির প্রাক্কালে শিশু ও বয়স্কদের দেওয়া হল নতুন বস্ত্র উপহার । বুধবার উপহার গুলি দেওয়া হয় অন্ডাল ব্লকের উখরা ও দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েতে । এদিন ইয়ংম্যানস কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠানটি হয় উখরা শংকরপুর মোরে । ১৫০ জন অনূর্ধ্ব পাঁচ বছর শিশুকে সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয় নতুন জামা প্যান্ট চকলেট সহ অন্যান্য উপহার । উপস্থিত ছিলেন উখরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে, উপপ্রধান শরণ সাইগল, পঞ্চায়েত সদস্য রাজু মুখোপাধ্যায়, জেলা পরিষদের সদস্য কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা । অন্যদিকে একই দিনে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার ৩০০ জন মহিলাকে শাড়ি, ৩০০ জন পুরুষকে ধুতি, ২০০ জনকে নতুন পাঞ্জাবি, ৩০০ জনকে বেডশিট ও ২৫০ জনকে পুরুষকে লুঙ্গি উপহার দেওয়া হয় । উপহার গুলি উপভোক্তাদের হাতে তুলে দেন পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি ।