লক্ষীর ভান্ডারের অনুদানের টাকা দিয়ে পুজোর আয়োজন মহিলাদের
আমার কথা, লাউদোহা, ১৩ অক্টোবরঃ
রাজ্যে বাড়ছে মহিলাদের উদ্যোগে দুর্গাপুজোর আয়োজন। চাঁদা তোলা থেকে পূজোর খুঁটিনাটি সব বিষয়েই সামলাচ্ছেন মহিলারা। দুর্গাপুর ফরিদপুর ব্লকের কাঁটাবেড়িয়া গ্রামের পূর্ব পাড়াতে এবছর মহিলাদের উদ্যোগে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করা হয়। মিলন সংঘ ক্লাবের এই পুজোর মন্ডপ মহাষষ্ঠীর দিন উদ্বোধন হয়। পুজোর দিনগুলিতে ছিল লোকগীতি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। মহিলাদের ব্যবস্থাপনায় এই পুজোতে অংশ নিয়েছিল গ্রামের অন্যরাও। চাঁদা তোলা থেকে পুজোর আয়োজন সবই সামলেছেন মহিলারা।
উদ্যোক্তাদের পক্ষে অনিমা দাস, পূর্ণিমা দাস, ঝর্ণা সৌ-রা জানান পুজোর আয়োজনের কথা আমরা জানিয়েছিলাম ক্লাব সভাপতি বরুণ সৌ মহাশয়কে। তিনিই পুজো আয়োজনে আমাদেরকে উৎসাহিত করেন। রাজ্য সরকারের লক্ষী ভান্ডার প্রকল্পে আমরা এক হাজার টাকা প্রতি মাসে অনুদান পাই। সেই টাকার একটা অংশ আমরা মহিলারা পুজোর আয়োজনে চাঁদা হিসেবে সংগ্রহ করি। ক্লাব থেকেও কিছু আর্থিক সাহায্য করা হয়। আগামীকাল সোমবার সাড়ম্বরে প্রতিমা নিরঞ্জন করা হবে। আগামী বছর আরো বড় আকারে পুজোর আয়োজন করা হবে বলে জানান তারা।