বিধাননগরে দুর্ঘটনার কবলে পুলকার, গুরুতর জখম ২ ছাত্রী, ক্ষোভ অভিভাবকদের
আমার কথা, দুর্গাপুর, ১৯ জুন:
থেকে থেকেই দুর্গাপুরে পুলকার নিয়ে অভিযোগ জানান অভিভাবকরা। এমন কি পুলকার সংক্রান্ত নানা ঘটনা সংবাদে জায়গা করে নেয়। বুধবার ফের সংবাদের শিরোনামে জায়গা করে নিলো পুলকার কান্ড। স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি পুলকার। ঘটনায় আহত হয়েছে দুজন ছাত্রী।
দুর্গাপুরের ফুকঝোড়ে একটি বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুলের ছুটিএ পর একটি পুলকার ছাত্রীদের নিয়ে বাড়ি ফিরছিল। ১৯ নং জাতীয় সড়ক সংলগ্ন বিধাননগরের মার্টিন লুথার কিং রোডে আচমকাই একটি মোষকে ধাক্কা মারে। পুলকারে ৯ জন ছাত্রী ছিল। এদের প্রত্যেকেরই অল্প বিস্তর চোট লাগে। তবে দুজন ছাত্রীর চোট গুরুতর। একজনের পায়ে চোট লাগে ও অপরজনের মাথা ফেটে যায়। স্থানীয়রা এদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলকার চালকের বক্তব্য, দুটি মোষ নিজেদের মধ্যে মারামারি করতে করতে রাস্তার মাঝে চলে আসে এবং পুলকারের সামনে পড়ে যায়। তাতে মোষের সাথে ধাক্কা লাগে আর এই দুর্ঘটনা ঘটে।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, পুলকারটি নিয়ন্ত্রণহীন গতিবেগে চালাচ্ছিল। নিয়ন্ত্রণ রাখতে না পেরে মোষের গায়ে গিয়ে ধাক্কা মারে।
ঘটনার জেরে দুর্ঘটনাস্থলে ভিড় জমে যায় পথ চলতি মানুষজনের। খবর পেয়ে ছাত্রীদের অভিভাবকরা এসে উপস্থিত হন। পুলকার চালকের উপর ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকদের একাংশ। যানজটের সৃষ্টি হয় ওই রাস্তায়। আসে বিধাননগর ফাঁড়ির পুলিশ।