পাঠকের কলমে:- দুর্গাপুর উৎসব নিয়ে শহরবাসীর প্রশ্ন
আমার কথা, দুর্গাপুর, ২১ নভেম্বর:
পাঠকের কলমে
রণজিৎ গুহ
লোকমুখে শুনেছি ” দুর্গাপুর উৎসব ” এর আয়োজন করা হচ্ছে। উদ্যোক্তা প্রশাসন কর্তৃপক্ষ না রাজনৈতিক নেতৃত্ব জানিনা। এই উৎসবের উদ্দেশ্য কী? আয়োজনের ধরনটাই বা কী? প্রতিবছর জানুয়ারি মাসের শুরুতে আমাদের শহরে কল্পতরু মেলা হয়।প্রস্তাবিত দুর্গাপুর উৎসব কি সেরকম কিছু? নাকি শহরের বৈশিষ্ট্যসমুহ তুলে ধরা হবে এই উৎসবে? এই শহরের বৈশিষ্ট্যগুলো কি চিহ্নিত করা হয়েছে? দুর্গাপুর বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে? নব প্রজন্মের ছেলেমেয়েদের কাছে দুর্গাপুরের ইতিহাস ভুগোল সম্বন্ধে যথাযথ ভাবে পরিচয় করিয়ে দেওয়ার ব্যবস্থা থাকছে? দুর্গাপুরের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে অভিজ্ঞজনদের আলোচনার ব্যবস্থা থাকছে? এই শহরের যেসব গুণী নাগরিক আন্তর্জাতিক, জাতীয় বা রাজ্যস্তরে নিজ গুনে সুনাম অর্জন করেছেন তাঁদের কি এই উৎসবে সম্মাননা জানানো হবে? এই শহরে শারীরিক, মানসিক, সামাজিক ও আর্থিকভাবে দুর্বলদের সহায়তায় কাজ করছেন যেসব ব্যক্তি ও সংস্থা তাদের কথা উৎসব প্রাঙ্গণে জানা যাবে? দুর্গাপুর সম্বন্ধীয় যেকোনো তথ্য কেউ খোঁজ করলে এই উৎসব প্রাঙ্গণে পাওয়া যাবে? দুর্গাপুর উৎসব না বলে দুর্গাপুর মেলা বললে কিকারণে অনুচিত হবে?
এইসব প্রশ্নের জবাব কোথায় পাব?কে
দেবেন?
প্রশ্নগুলো বন্ধুরা যদি ছড়িয়ে দেন এবং কোনও ভাবে উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেন তাহলে দুর্গাপুর উৎসব ব্যাপারটা ভালমতো বোঝার সুযোগ পেলেও পেতে পারি।