“মারের বদলে মার” ফের বিতর্কিত মন্তব্যে অগ্নিমিত্রার প্রার্থী হওয়ার সম্ভাবনায় প্রশ্ন চিহ্ন?
আমার কথা, আসানসোল, ১৩ মার্চঃ
নরেন্দ্র মোদি ইতিমধ্যেই ১৯৫টি কেন্দ্রের প্রার্থী নাম ঘোষণা করেছেন, যার মধ্যে ১৯টি রয়েছে বাংলার। তবে এখনও পর্যন্ত্য আসানসোল ও বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের জন্য কোনো প্রার্থী বাছাই হয়নি। এদিকে কারা হবে ওই দুটি কেন্দ্রের প্রার্থী তা নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কিছুদিন ধরেই আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের নাম বার বার উঠে আসছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রটিতে। প্রশ্ন আসানসোলের বিধায়ককে তাহলে আসানসোল কেন্দ্রটিতে কেন প্রার্থী করা হবে না? বিশ্লেষকদের মতে আসানসোলে অগ্নিমিত্রা ও জিতেন তিওয়ারীর মধ্যে একটা ঠান্ডা লড়াই রয়েছে। রয়েছে দুটি গোষ্ঠীও। ফলে অগ্নিমিত্রা যদি ওই কেন্দ্রে প্রার্থী হন তাহলে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আসনটি ফের চলে যেতে পারে তৃণমূলের দখলে। তাই ঝুঁকি বিহীন কেন্দ্র হল বর্ধমান-দুর্গাপুর। তবে, অগ্নিমিত্রা নামটি বেশ বিতর্কিত নাম বলে মনে করেন রাজনৈতিক মহল। ইতিমধ্যেই বিতর্কিত মন্তব্যের জন্য তিনি বহুল চর্চিত। “মারের বদলে মার” এহেন মন্তব্যের কারনে তাঁর বিরুদ্ধে মামলাও চলছে। সেই মামলার শুনানিতে মঙ্গলবার ফের আসানসোল আদালতে যেতে হয়েছিল তাঁকে। কিন্তু সেখানে গিয়ে ফের তাঁর মুখে ওই একই মন্তব্য শোনা গেল। তাঁর এই মন্তব্যের পক্ষে সাফ জবাব মমতা বন্দোপাধ্যায় তাঁর পুলিশকে দিয়ে আমাদের ভয় দেখাবেন আর আমরা কি চুপ করে বসে থাকবো? আই আবারও বলছি মারের বদলা মার হবে। এছাড়াও সিএএ নিয়ে তিনি সরকারী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন। এদিকে অগ্নিমত্রার বিরুদ্ধে চলা তিনটি মামলার মধ্যে একটি মামলায় জামিনের জন্য ৫ মার্চ তিনি তড়িঘড়ি বারাসাত আদালতে ছুটে যান। দু’বছরের পুরোনো এই মামলাটিতে তিনি জামিন পেয়েও যান। লোকসভা ভোটে তাঁকে প্রার্থী করা হতে পারে এই সম্ভাবনা থেকেই তিনি তাড়াতাড়ি ওই মামলায় জামিন নিতে যান বলে মনে করেছেন রাজনৈতিক মহল। ২০২২ সালে আসানসোলে উপনির্বাচনে অগ্নিমিত্রা পাল শত্রুঘ্ন সিনহার কাছে ৩,০৩,২০৯ ভোটে পরাজিত হন। অগ্নিমিত্রা আসানসোলে ঘরের মেয়ে হলেও হারের কারনগুলির মধ্যে প্রধান কারন হিন্দিভাষী ভোট বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে এবারের লোকসভা ভোটে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রেও তৃণমূলের প্রার্থী হয়েছেন একজন হিন্দিভাষী। তাই বাড়তি চাপ একটা হতেই পারে অগ্নিমিত্রার ওপরে। সাথে অগ্নিমিত্রার বার বার বিতর্কিত মন্তব্য। সব মিলিয়ে কি এই কেন্দ্রে অগ্নিমিত্রা পদ্ম ফোটাতে পারবেন? সেটা অবশ্য ইভিএম মেশিনই বলতে পারবে।