রাঢ়েশ্বর শিবতলার মেলায় “না”, দানবাবার মেলায় “হ্যাঁ”, কেন?
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৪মার্চঃ
করোনা আবহে কি ভাবে পানাগড়ের দান বাবার মেলা অনুষ্ঠিত হবে সেই নিয়েই কাঁকসা থানায় বৈঠক হলো বৃহস্পতিবার। বৈঠকে উপস্থিত ছিলেন কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি অর্ণব গুহ,পানাগড় বাজারের ব্যবসায়ীরা ও মেলা কমিটির সদস্যরা।
মেলা কমিটির সভাপতি বাপি মল্লিক জানিয়েছেন প্রতি বছরের মত আগামী ৯ই মার্চ থেকে ১৬ই মার্চ পর্যন্ত চলবে মেলা।তবে এবছর করোনার জন্য কাঁকসা থানায় সিদ্ধান্ত হয় যে সমস্ত দোকান বসানো হবে সেগুলি দূরত্ব বজায় রেখে বসানো হবে।করোনার জন্য চলবে মাইকে প্রচার। যে সমস্ত মানুষ মেলায় প্রবেশ করবেন যাদের মাস্ক থাকবে না,তাঁদের মাস্ক বিলি করা হবে। থাকবে স্যানিটাইজারের ব্যবস্থা। থাকবে সিসিটিভি। মেলা কমিটির সদস্যদের পাশাপাশি নজরদারিতে থাকবে কাঁকসা থানার পুলিশ কর্মীরাও।
এদিকে করোনার জেরে এবার বন্ধ কাঁকসার বামুনাড়া এলাকার বহু প্রাচীন রাঢ়েশ্বরশিব মন্দিরের মেলা। এবছর পুজোর আয়োজন হলেও মেলা বসানোর জন্য কোনরকম অনুমতি দেওয়া হয়নি মেলা কমিটিকে কাঁকসা মলানদীঘি গ্রাম পঞ্চায়েতের। ফলে স্বভাবতই উঠছে প্রশ্ন, কল্পত্রু মেলার অনুমতি মিলেছিল, দানবাব্র মেলার জন্যও অনুমতি দেওয়া হচ্ছে। অথচ এত প্রাচীন রাঢ়েশ্বর শিবতলার মন্দিরের পুজোয় কেন মেলা বসার অনুমতি দেওয়া হল না?