কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে দুর্গাপুরে রেল অবরোধ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৮ফেব্রুয়ারীঃ
কেন্দ্রের নয়া কৃষি বিল কৃষক স্বার্থের পরিপন্থি, যার জেরে কৃষক স্বার্থ বিপন্ন হতে বসেছে, আর এর প্রতিবাদ দীর্ঘ কয়েক মাস হল যেখানে দিল্লিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা একত্রিত হয়ে এই নিয়া কৃষি বিল বাতিলের দাবিতে ধর্ণা দিয়ে রয়েছেন।কৃষকদের এই আন্দোলনে এখনও পর্যন্ত্য ২০০ জন কৃষকের মৃত্যু হয়েছে। কৃয়াহকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন অনেকেই। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় কেন্দ্র সরকার। এই রাজ্যেও কৃশকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বাম কংগ্রেসের পক্ষ থেকে নানা সময় নানা জায়গায় প্রতিবাদ কর্মসূচী নেওয়া হচ্ছে। এরকমই এক কর্মসূচী আজ বৃহস্পতিবার বাম কংগ্রেসের পক্ষ থেকে নিতে দেখা গেল দুর্গাপুরে। এদিন তাঁরা মায়াবাজার রেলগেট অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের এই অবরোধের জেরে রামপুরহাট স্পেশাল ট্রেন ও শক্তিপুঞ্জ এক্সপ্রেস যাত্রী সহ আটকে পড়ে। প্রায় ৩৫ মিনিট ধরে চলতে থাকে অবরোধ। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।