আসানসোলে চল্লিশ বছরের পুরোনো বেসরকারী স্কুল ভবন গুঁড়িয়ে দিলো রেল
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসাসসোল), ১১ মেঃ
রেল আবাসনে চল্লিশ বছর ধরে চলতে থাকা বেসরকারি স্কুল বিল্ডিং গতকাল রাতে ভেঙে দিল রেল প্রশাসন।
মঙ্গলবার রাতে ভেঙে দেওয়ার অভিযোগ উঠছে রেল প্রশাসনের বিরুদ্ধে ।
বুধবার সকালে এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল ডি আর এম অফিসে এক বিক্ষোভ সমাবেশ করা হ। তৃণমূল নেতা গুরুদাস চ্যাটার্জির নেত্বৃত্যে এই বিক্ষোভ সমাবেশ ডি আর এম অফিসের গেটে এসে দীর্ঘক্ষণ চলতে থাকে।গেটের সামনে বসে পড়ে বিক্ষোভকারিরা।এদিন গুরুদাস চ্যাটার্জি বলেন, এতদিন ধরে চলছিল স্কুলটি। এভাবে স্কুলে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হল।আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব।
অপরদিকে রেলের জনসংযোগ আধিকারিক সুবল চন্দ্র মন্ডল বলেন, কুয়াটার টা সংস্কারের জন্য রেল গিয়ে ছিল।তবে এতটাই খারাপ অবস্থায় ছিল যে সেটি ভেঙে দিতে হয়েছে ।