অন্ডালে অবৈধ নির্মান ভাঙতে এসে বাধার মুখে রেল কর্তারা
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৩ জুনঃ
রেলের জমিতে অবৈধ নির্মাণ ও পরিত্যক্ত আবাসন ভাঙ্গার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। এটি অন্ডালের নিউ ট্রাফিক কলোনি এলাকার ঘটনা।
অন্ডাল রেল স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ দোকান উচ্ছেদের নোটিশ ঘিরে কয়েকদিন ধরে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। নোটিশ প্রত্যাহারের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। এরই মধ্যে শুক্রবার নিউ ট্রাফিক কলোনি এলাকায় রেলের জমিতে থাকা অবৈধ ক্লাব, রাজনৈতিক দলের কার্যালয়, পরিত্যক্ত আবাসন ও অবৈধ নির্মাণ ভাঙ্গতে এলে উত্তেজনা সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে নিউ ট্রাফিক কলোনি এলাকায় রয়েছে চার-পাঁচটি ক্লাব, রাজনৈতিক দলের একটি কার্যালয়, বেশ কয়েকটি পরিত্যক্ত আবাসন ছাড়াও অবৈধ নির্মাণ। শুক্রবার সকালে ক্লাব সহ অবৈধ নির্মান দখল মুক্ত করতে এলাকায় আসেন রেল আধিকারিকরা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় জড়ো হন স্থানীয়রা। রেল আধিকারিকদের ঘিরে ধরেন তারা। বাধা পেয়ে উচ্ছেদের কাজ স্থগিত রেখে ফিরে যান আধিকারিকরা।
স্থানীয় ট্রাফিক জিমনেশিয়াম ক্লাবের সম্পাদক সৌরভ কুমার দাস জানান তাদের ক্লাবটি ৫০-৬০ বছরের পুরনো। প্রতি সপ্তাহে শিশুদের টিকাকরন সহ ক্লাবের মাধ্যমে এলাকায় সমাজ সেবামূলক কাজ করা হয় ক্লাবের অধিকাংশ সদস্যই হয় রেলের কর্মী নয় তো রেলকর্মীর পরিবারের সদস্য। কোনভাবেই ক্লাব ভাঙতে দেওয়া হবে না বলে জানান তিনি।
ক্লাব সদস্য তথা তৃণমূল নেতা রুপেশ যাদব বলেন কোনো আইনি নোটিশ ছাড়াই এদিন রেল আধিকারিকরা বুলডোজার আর রেলপুলিশ সাথে নিয়ে ক্লাব ভাঙতে এসেছিল। গায়ের জোরে ক্লাব ভাঙ্গার চেষ্টা হলে রেলের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেন তিনি। বাধা পেয়ে এদিন উচ্ছেদ অভিযান স্থগিত রেখে ফিরে যান রেল আধিকারিকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক অন্ডাল রেলের এক আধিকারিক জানান সরকারি কাজে বাধা দেওয়া অনৈতিক। আইন মেনে উচ্ছেদ অভিযান হবে বলে জানান তিনি।