ভিন রাজ্যের ৪০ জন শিশু মহিলা সহ পায়ে হাঁটা মানুষদের পানাগড় স্টেশনে থাকার ব্যবস্থা করল রেলপুলিশ
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩১মার্চঃ
পশ্চিম বর্ধমান জেলার পানাগড় রেল স্টেশনে আশ্রয় নিয়েছেন প্রায় ৪০ জন অসহায় মানুষ। একদিকে যেমন করোনা তাড়া করছে পৃথিবীর সব মানুষকে সেই রকমই ভারতের মানুষ কেও তাড়িয়ে বেড়াচ্ছে এই করোনা ভাইরাস। করোনার জন্য সারা দেশ স্তব্ধ হয়ে গেছে। যারা কর্মস্থল থেকে নিজেদের বাড়ি ফিরে যেতে পেরেছেন তারা তো স্বস্তি পেয়েছেন, আর যারা পৌঁছোতে পারেননি তারা আজ দিশেহারা হয়ে পড়েছেন নিজের বাড়ি, নিজের পরিবারের কাছে পৌঁছনোর জন্য। বিহার, ঝাড়খন্ড, পুরুলিয়ার বাসিন্দা এরকমই বেশ কিছু মানুষ পেটের তাগিদে পরিবার প্রতিপালনের জন্য কোলকাতায় গিয়েছিলেন কাজের জন্য। কিন্তু হঠাৎ লক ডাউন এর জন্য কোন যানবাহন না পেয়ে শেষমেষ পায়ে হেঁটে কোলকাতা থেকে রেল লাইন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পানাগড় রেল স্টেশনে তাঁরা পৌঁছতেই রেল পুলিশের নজরে পড়ে যান তাঁরা। তাদেরকে আটকে দেওয়া হয়। এদের মধ্যে শিশু সহ মহিলাও রয়েছেন। কোলকাতা থেকে পানাগড়ের দুরত্ব প্রায় ১৬০ কিলোমিটার আর সেই পথ হেঁটে অসুস্থ হয়ে যায় এই মানুষ গুলো । রেল পুলিশ এদের চিকিৎসার ও থাকার ব্যবস্থা করে পানাগড় রেল স্টেশনের মধ্যে। এই ঘটনার খবর পেয়েই ছুটে আসেন পশ্চিম বর্ধমান জেলাপরিষদের সহসভাপতি সমির বিশ্বাস মহাশয়। তিনি জানিয়েছেন এই মানুষ গুলো যাতে কোন অসুবিধা না হয় তার জন্য তিনি নজর রাখছেন। তাদের খাওয়ানোর ব্যাবস্থা করনে এবং এরা যাতে গাড়ি করে বাড়ি যেতে পারে তার ব্যবস্থা করবেন।