করোনা আবহে দুর্গাপুর শিল্পাঞ্চল ও খনি অঞ্চলে সাড়ম্বরে পালিত হল রাখীবন্ধন উৎসব
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩ আগস্টঃ
আজ রাখীবন্ধন উৎসব আর এই উৎসব মানেই ভাতৃত্বের উৎসব। বোনেরা ভাইদের হাতে রাখী পরিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করে আর ভাইরা তাদের বোনেদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। এই পরম্পরাই চলে আসছে বছরের পর বছর। কিন্তু এ বছরের সব কিছুই উলোট পালট হয়ে গেল করোনার গ্রাসে। কোনো উৎসবই আর উৎসবের জায়গায় নেই। তবে এটা ঠিক করোনা শারীরিকভাবে প্রতিটা মানুষের মধ্যে দুরত্ব তৈরি করলেও মানসিক দিক দিয়ে কিন্তু সবাই সবার অনেক কাছেই রয়েছে। বরং আগের থেকে অনেক বেশী মানুষ যেন একে অপরের ভালোর চিন্তাতে মগ্ন। তাঁর প্রমান আজকের এই রাখী বন্ধ উৎসব চাক্ষুষ করা গেল।
বোনেরা ভাইদের হাতে রাখী পরিয়ে যেমন তাদের দীর্ঘায়ু কামনা করে তেমনই আজ দেখা গেল শুধু রাখী নয়, করোনা আবহে এই ভাইরাসের মরন কামড় থেকে বাঁচতে সব থেকে বড় ঢাল হল মাস্ক আর রাখীর সাথে সাথে মাস্ক বিতরন করে একে অপরের জীবনের মঙ্গল কামনা করতে দেখা গেল রাজ্যের বিভিন্ন প্রান্তে। শিল্পাঞ্চল দুর্গাপুর সহ সংলগ্ন খনি অঞ্চলের বিভিন্ন এলাকায় রাখী বন্ধন উৎসবে মাস্ক বিতরন করতেও দেখা গেল পুলিশ থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এমনকি বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদেরও।
দুর্গাপুর পুলিশের উদ্যোগে আজ এই রাখীবন্ধন উৎসব পালন করতে দেখা গেল শহরের বিভিন্ন প্রান্তে। দুর্গাপুর ইস্পাত নগরীর বি জোনের চন্ডিদাস বাজারে বি জোন ফাঁড়ির উদ্যোগে রাখোবন্ধ উৎসব পালন করতে দেখা যায়। এদিন চন্ডিদাস বাজারের চৌমাথাতে প্রায় ১৫০ জন পথ চলতি মানুষদের মাস্ক বিতরন করা হয় সাথে জীবানুমুক্ত করার জন্য সাবান, স্যানিটাইজার দেওয়া হয়। সর্বশেষে উৎসবকে স্মরনীয় করতে মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি(ট্রাফিক) তাহিদ আনোয়ার, টি আই দুর্গাপুর তারক মল্লিক, ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মন্ডল সহ আরো অনেকে।
এদিন এই রাখীবন্ধন উৎসবে কাঁকসা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল মোড় রাজ্য ও জাতীয় সড়কের ধারে পথ চলতি মানুষদের মাস্ক পরিয়ে রাখী উৎসব পালন করা হলো। উপস্থিত ছিলেন কাঁকসার সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত ভট্টাচার্য, পানাগড় স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক বিপ্লব মন্ডল ও েসিপি(ট্রাফিক) দীপঙ্কর বক্সী ও এসিপি(কাঁকসা) শাশ্বতী শ্বেতা সামন্ত , কাঁকসা থানার পুলিশ আধিকারিক অর্নব গুহ । অর্নব গুহ জানিয়েছেন করোনা ভাইরাস এর জন্য রাজ্য সরকারের নির্দেশ মত মাক্স বিলি করে মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এই ভাবে রাখী উৎসব পালন করা হলো।
এদিন বাদ যায়নি খনি অঞ্চলও। রাখীবন্ধন উৎসব পালন করতে খনি অঞ্চলের উখরায় ট্রাফিক পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পালিত হলো গণ রাখি বন্ধন উৎসব। স্থানীয় বাজপায়ী মোড়ে অন্ডাল ট্রাফিক পুলিশ ও ”চেষ্টা” নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচলতি মানুষদের হাতে রাখী পরানো হয়। সেই সাথে হাত শুদ্ধি ও মাস্ক বিতরন করা হয়। উপস্থিত ছিলেন অন্ডাল ট্রাফিক পুলিশের ওসি তপন দুবে সহ অন্যান্য পুলিশকর্মীরা। উখরা স্কুল মোড়ে রাখী বন্ধন পালন উৎসব করা হয় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন উখরা গ্রাম পঞ্চায়েত প্রধান রীতা ঘোষ, রাজু মুখোপাধ্যায় সহ অন্যান্য সদস্যরা। অন্যদিকে পুরাতন হাট তলায় ”প্রয়াস” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছিল। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এই উৎসব হয়েছে বলে জানান সংগঠনের পক্ষে সুরজিৎ দাঁ।