জেলা পরিষদ প্রার্থীর সমর্থনে খনি অঞ্চলে তৃণমূলের মহা মিছিল
আমার কথা, অন্ডাল, ৪ জুলাই:
দলের জেলা পরিষদ প্রার্থীর সমর্থনে গোগলাতে মহা মিছিল করলো তৃণমূল কংগ্রেস। মিছিলে যোগ দিয়েছিল কয়েক হাজার তৃণমূল সমর্থক। রেকর্ড ভোটে জেলা পরিষদ প্রার্থী জিতবেন দাবি দলের।
গোগলা গ্রাম পঞ্চায়েতে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীরা জিতে গেছেন। গ্রাম পঞ্চায়েতের ২২ টি ও পঞ্চায়েত সমিতির তিনটি আসনেই প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। ভোট হবে শুধুমাত্র জেলা পরিষদ আসনে। এখানে জেলা পরিষদের ৬ নম্বর আসনে জোড়া ফুলের প্রার্থী জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ চুমকি মুখোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে তার সমর্থনে গোগলাতে মহা মিছিল করল তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন প্রার্থী চুমকি মুখোপাধ্যায়, দলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়, অঞ্চল সভাপতি গৌতম ঘোষ সহ অন্য-রা। এদিন মিছিলে তিন হাজার সমর্থক যোগ দিয়েছিলেন বলে দলের দাবি।
প্রার্থী চুমকি মুখোপাধ্যায় বলেন প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছি, যেখানেই যাচ্ছি মানুষ দু’হাত তুলে আশীর্বাদ দিচ্ছে। দলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন গত ৫ বছরে এলাকায় ব্যাপক উন্নয়নের কাজ হয়েছে তাই এলাকার মানুষ উন্নয়নের পক্ষে তৃণমূলের সাথে দাঁড়িয়ে রয়েছে। বিরোধীদের শত অনুরোধ সত্বেও তাদের হয়ে এলাকার কেউ প্রার্থী হতে রাজি হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে জিতেছি, তাই বলে আমরা আত্মতুষ্টিতে ভুগতে রাজি নই। জেলা পরিষদ আসনে দলের প্রার্থীকে জেতাতে আমরা সর্বশক্তি দিয়ে রয়েছি লড়াইয়ের ময়দানে। রেকর্ড ভোটে চুমকি মুখোপাধ্যায় জিতবেন বলে দাবি করলেন গৌতম বাবু।