মনিপুরের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে ব্লক তৃণমূলের ধীক্কার মিছিল দুর্গাপুরে
আমার কথা, দুর্গাপুর, ২৮ জুলাই:
মনিপুরে মহিলাদের উপর পাশবিক অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছে সমগ্র ভারতবর্ষ। বাদ পড়েনি শিল্পাঞ্চল দুর্গাপুরও। এই শহরে মনিপুরের ওই অমানবিক ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন অনেকেই। আজ ৩ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক ধীক্কার মিছিল বের করা হয় শহরের বুকে। এই মিছিলটি বিধাননগরের পেট্রোল পাম্প থেকে শুরু করে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন ৩ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ঋত্ত্বিক রায়। এদিনের মিছিলে পা মেলান ৩নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভীমসেন মন্ডল, প্রাক্তন পুরমাতা লাভলী রায়, ছবি নন্দী সহ বহু কর্মী সমর্থক।