জমির পাট্টার দাবিতে দুর্গাপুরে অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের মিছিল
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৯ডিসেম্বরঃ
লোকসভা ভোটে বিজেপিকে ভোট দিয়েছি আর এখন আমাদের ভোটে জেতা কেন্দ্রের বিজেপির সরকার আমাদের কিনা এনআরসির আওতায় এনে দেশ থেকে তাড়াতে চাইছে? এমনটাই অভিযোগ আনছেন অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সদস্যরা। বরং তাঁরা রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন যে, “রাজ্য আমাদের পরিচয়পত্র দিয়েছে তাই আমরা আস্বস্ত। এই সরকার আরো একশ বছর থাকলেও তাঁর ঋণ শোধ করা যাবে না।” তবে অল ইন্ডিয়া মতুয়া সংঘের দুর্গাপুর শাখার সম্পাদক স্বপন গোঁসাই রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন বিগত পঞ্চাশ বছর ধরে কুড়ি হাজার পরিবার রাস্তার ধারে ক্যানেলের পাশে বসবাস করছি। আমাদের “নিজ ভূমি নিজ গৃহে” প্রকল্পের আওতায় জমির পাট্টা দেওয়া হোক।
দুর্গাপুরে বুধবার এই দাবিতে ওই সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। ওই মিছিল থেকেই “নিজ ভূমি, নিজ গৃহ” কর্মসূচীর মাধ্যমে পাট্টার দাবি করেন তারা।