জনজোয়ারে ভাসলো বেনাচিতি, প্রার্থীর সমর্থণে দীর্ঘ পথ পায়ে হাঁটলেন তৃণমূল নেত্রী
আমার কথা, দুর্গাপুর, ৭ এপ্রিল:
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে সোমবার দুর্গাপুরে জনসভা করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর পরেরদিন মঙ্গলবার করলেন পদযাত্রা। এদিন বিকেল পাঁচটা নাগাদ পদযাত্রার সূচনা হয় বেনাচিতির পাঁচমাথা মোড় থেকে। শেষ হয় ভিড়িঙ্গী মোড়ে। চার কিলোমিটার পথ পায়ে হাঁটেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের পদযাত্রায় নেত্রীর সাথে উপস্থিত ছিলেন দলের প্রার্থী কীর্তি আজাদ, মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক বাবুল সুপ্রিয়ো, দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়, মন্ত্রী প্রদীপ মজুমদার সহ অন্যরা। পদযাত্রাতে দলীয় পতাকা হাতে প্রিয় নেত্রীর সাথে পা মেলান কয়েক হাজার কর্মী সমর্থক। নেত্রীকে দেখতে পদযাত্রার পথে রাস্তার দু’পাশে ভিড় করে ছিল অসংখ্য মানুষ। মমতা ব্যানার্জিকে অনেকবার দেখা যায় প্রোটোকল ও নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে অপেক্ষারত জনতার কাছে পৌঁছে যান। হাত জোড় করে শুভেচ্ছা বিনিময় করেন। কয়েকটি শিশুর সাথে কথা বলতেও দেখা যায়, ফুলের তোড়াও গ্রহন করেন মমতাকে। পদযত্রাটি যখন ভিড়িঙ্গী কালীমন্দিরের সামনে এসে উপস্থিত হয় তখন নেত্রী মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রনাম করেন।
প্রসঙ্গত: গত ৩০-শে এপ্রিল বেনাচিতিতে রোড শো করেছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থীর রোড শো র থেকে এদিন মমতা ব্যানার্জির পদযাত্রায় বহুগুণ বেশি মানুষের ভিড় হয়েছিল বলে দাবি ঘাস ফুল শিবিরের। পদযাত্রা পর্যবসিত হয়েছে জনসমুদ্রে বলে দাবি তৃণমূল নেতাদের। এখন দেখার মমতা ব্যানার্জির এ দিনের রোড শো ঘিরে দলীয় কর্মী সমর্থক ও স্থানীয় মানুষের যে উৎসাহ লক্ষ্য করা গেছে তা ব্যালট বক্সে কি প্রভাব পড়ে।