দুর্গাপুর মহকুমা জুড়ে তৃণমূলের সংহতি মিছিল
কথা, পশ্চিম বর্ধমান, ২২ জানুয়ারী:
দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজারে তৃণমূলের সংহতি যাত্রা মিছিল। সম্প্রীতির বার্তা দিতে মিছিলের আয়োজন বলে জানালেন দলের জেলা সভাপতি।
সোমবার অযোধ্যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের দিন পশ্চিমবাংলায় রাজ্য জুড়ে “সংহতি যাত্রা” মিছিলের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো এদিন দুর্গাপুর-ফরিদপুর (লাউদোহা) ব্লকেও তৃণমূল কংগ্রেসের “সংহতি যাত্রা” মিছিলের আয়োজন করা হয়েছিল। স্থানীয় রক্ষাকালী মন্দিরে পুজো দিয়ে শুরু হয় মিছিল। মন্দিরে পুজো দেন শাসক দলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। গোটা গ্রাম ঘুরে মিছিলটি শেষ হয় গৌরবাজার বাস স্ট্যান্ডে মাতঙ্গিনী হাজরা স্টাচুর সামনে। এদিন মিছিল শুরু হওয়ার পর মিছিলটি যত এগিয়েছে স্বতঃস্ফূর্তভাবে সেই মিছিলে যোগ দিয়েছে অসংখ্য মানুষ। প্রায় সাত থেকে আট হাজার মানুষ মিছিলে পা মিলিয়েছে বলে দাবি করা হয় দলের পক্ষ থেকে। মিছিল শেষে বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান সম্প্রীতির বার্তা দিতেই এদিন সংহতি মিছিল করা হয়। তিনি বলেন পশ্চিমবাংলা সম্প্রীতি ও শান্তির রাজ্য। এই সংস্কৃতির ধারাকে বোঝায় রাখতে আমরা দায়বদ্ধ।
অন্যদিকে, এদিন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্গাপুর ৩ নম্বর ব্লকের পক্ষ থেকে সংহতি যাত্রা হয় দুর্গাপুর মায়াবাজার এলাকায় সোমবার বিকেলে। সর্ব ধর্ম বর্ণ সম্মম্বয়ের বার্তা দিতে এদিন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা পদযাত্রা করেন। সর্ব ধর্মের মানুষ পদযাত্রায় অংশগ্রহণ করেন। শতাধিক মানুষ পদযাত্রায় পা’মেলান। পদযাত্রায় নেতৃত্ব দেন তিন নম্বর ব্লক সভাপতি ভীম সেন মন্ডল। উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলের সদস্য দীপঙ্কর লাহা। এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলরা।
পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্গাপুর ১নম্বর ব্লকের পক্ষ থেকে সংহতি যাত্রার আয়োজন করা হয় দুর্গাপুর স্টিল টাউনশিপে। সর্ব ধর্ম বর্ণ সম্মম্বয়ের বার্তা দিতে এদিন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা পদযাত্রা করেন। সর্ব ধর্মের মানুষ পদযাত্রায় অংশগ্রহণ করেন। শতাধিক মানুষ পদযাত্রায় পা’মেলান। পদযাত্রায় নেতৃত্ব দেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুরের পুরসভার প্রাক্তন কাউন্সিলরা।