বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে নিয়ামতপুরে পদযাত্রা
আমার কথা, পশ্চিম বর্ধমান(কুলটি), ২৬জুনঃ
বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে কুলটির নিয়ামতপুরে সচেতনতা মুলক পদযাত্রার আয়োজন করা হয়। কুলটি থানার নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে এই সচেতনতা মুলক পদযাত্রার আয়োজন করা হয়েছিল। রবিবার এই পদযাত্রাটি নিয়ামতপুর পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণ থেকে শুরু হয়।উপস্থিত ছিলেন কুলটি থানার আইসি কৃষ্ণেন্দু দত্ত, কুলটি ট্রাফিক গার্ডের ওসি ইমতিয়া জুল হক, নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অখিল মুখার্জি, আসানসোল পৌরনিগমের ৬১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আদিনাথ পুইতন্ডী সহ প্রমুখ।এদিনের সচেতনতা মুলক পদযাত্রার মাধ্যমে সকলকেই বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে সচেতন করা হয়েছে। এদিনের সচেতনতা মুলক পদযাত্রাটি পুরো নিয়ামতপুর এলাকা পরিক্রমা করে।