দুর্গাপুর আদালত চত্বরে রামের পুজো
admin
January 22, 2024
আমার কথা, দুর্গাপুর, ২২ জানুয়ারি:
দুর্গাপুরে থেকেই অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠায় সামিল দুর্গাপুর মহকুমা আদালতের একাংশের আইনজীবীরা। মহকুমা আদালত ভবন চত্বরে মুখোরিত হল শঙ্খ ধ্বনিতে। উলুধ্বনি আর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে করা হলো রামের পুজো। বিতরণ করলেন লাড্ডুও। ন্যাশনাল ল-ইয়ার ফোরামের দুর্গাপুর মহকুম আদালতের আইনজীবীরা এই পুজোর আয়োজন করেন। তাঁরা বলেন, অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠাতে তারাও সামিল হয়েছেন এখান থেকেই।