প্রধানমন্ত্রীর আবেদনে বুক বেঁধেছে রানীগঞ্জের মৃৎশিল্পীরা, দেদার বিকোচ্ছে মাটির প্রদীপ

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৫এপ্রিলঃ
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ইতিমধ্যেই দেশ জুড়ে লকডাউনের নির্দেশ কার্যকর করা হয়েছে প্রধানমন্ত্রীর আবেদনে। তারপরেও দেশজুড়ে প্রায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। শুধু আক্রান্ত নয় ইতিমধ্যে করোনার থাবা প্রাণ কেড়ে নিয়েছে বেশ কিছু ভারতবাসীর। তাই করোনা ভাইরাস কিভাবে মোকাবিলা করা যায় তার জন্য কাটা ছেঁড়া চলছে সারা পৃথিবী জুড়ে। এবার দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে লকডাউনের পাশাপাশি প্রধানমন্ত্রীর নয়া আবেদন আজ অর্থাৎ ৫ই এপ্রিল রাত ন’টায় ন’মিনিটের জন্য বৈদ্যুতিন আলো বন্ধ রেখে প্রদীপ, মোমবাতি বা মোবাইলের ফ্ল্যাশের আলো জ্বালানোর।
প্রধানমন্ত্রীর এই আবেদনে কে কতটা সাড়া দিতে প্রস্তুত তা দেখার জন্য শুধু সময়ের অপেক্ষা, কিন্তু প্রধানমন্ত্রীর আবেদনে বুক বেঁধে নতুন উদ্যোমে কাজে লেগেছেন রানীগঞ্জের মৃৎশিল্পীরা। মোবাইলের ফ্ল্যাশের আলোর থেকে সনাতনী প্রদীপের আলোই বেশি পছন্দ রানীগঞ্জের বাসিন্দাদের আর তা জানতে পেরে দীপাবলির বেঁচে যাওয়া প্রদীপের পসরা সাজিয়ে বসেছেন রানীগঞ্জের জে কে নগরের কুমোর পাড়ার মৃৎ শিল্পীরা।
স্থানীয় এক প্রদীপ বিক্রেতা জানান যে, “গত বছর দীপাবলির অনেক প্রদীপ বিক্রি হয়নি যেগুলো রয়ে গেছে। কারন যত দিন যাচ্ছে প্রদীপের থেকে মানুষ বেশি চাইনিজ লাইট কেনার দিকেই বেশি আগ্রহী। তবে আজ মানুষ মাটির প্রদীপ কিনতেই বেশি আগ্রহ দেখাচ্ছেন। তাই দীপাবলির বেঁচে যাওয়া প্রদীপের সাথে গতকাল থেকে নতুন মাটির প্রদীপ তৈরি করতে শুরু করেছি আর সেগুলো সকাল থেকেই বিক্রি হচ্ছে।