রানীগঞ্জে ডাকাতির ঘটনার পঞ্চম দুষ্কৃতি গ্রেফতার মেঘালয় থেকে
আমার কথা, আসানসোল, ২২ জুন:
রানীগঞ্জের সোনার দোকানের ডাকাতির ঘটনায় ধরা পড়ল বিবেক চৌধুরী নামে আরও এক অভিযুক্ত। তার ধরা পরার খবর শনিবার জানা যায় রানীগঞ্জ থানা সূত্রে। এর আগে সোনার দোকানে ডাকাতিতে যুক্ত থাকার অভিযোগে ধরা পড়েছে সুরজ সিং, সোনু সিং, নগেন্দ্র যাদব, শশীকান্ত মালি নামে চারজন। শশীকান্ত ছাড়া ধরা পড়া অন্য অভিযুক্তরা সকলেই বিহারের বিভিন্ন থানা এলাকার বাসিন্দা। শশীকান্ত মালি অন্ডালের দক্ষিণখন্ডের বাসিন্দা। সেই ডাকাত দলটির লোকাল সোর্স হিসাবে যুক্ত ছিল বলে ধারণা তদন্তকারীদের।
শনিবার থানা সূত্রে জানা যায় বিবেক চৌধুরী নামে অন্য এক অভিযুক্তে গ্রেপ্তার করা হয়েছে মেঘালয় রাজ্যের খালপাড়া থানা এলাকা থেকে ধৃত বিহার রাজ্যের সিওয়ান জেলার চাঁদপুর এলাকার বাসিন্দা। ঘটনার পর সে গা ঢাকা দিয়েছিল মেঘালয়ে। সূত্র মারফত খবর পেয়ে সেখান থেকে গ্রেফতার করা হয় বিবেককে। সেখানকার স্থানীয় আদালতে পেশ করে ট্রানজিস্ট রিমান্ডে তাকে রাণীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। যে দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল সেই দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় সাতজন সশস্ত্র দুষ্কৃতিকে বিবেক চৌধুরীকে নিয়ে পাঁচজন অভিযুক্ত ধরা পড়ল। বাকিদের খোঁজ শীঘ্রই পাওয়া যাবে বলে তদন্তকারীদের আশা।