কেন্দ্রীয় বাহিনীর লাঠির ঘায়ে মাথা ফাটলো রানীগঞ্জের যুব তৃণমূল নেতার
admin
July 11, 2023
আমার কথা, রানীগঞ্জ, ১১ জুলাই:
কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে জখম হলেন রানীগঞ্জের যুব তৃণমূল নেতা সৌমিত্র বন্দোপাধ্যায়। লাঠির ঘায়ে এ মাথা ফাটে রানীগঞ্জের ওই যুব তৃণমূল নেতার।
জানা গিয়েছে, রানীগঞ্জ গার্লস কলেজে যখন গণনা চলছিল সেই সময় কেন্দ্রের ভিতর বিজেপি ও তৃণমূল এজেন্টদের মধ্যে কোনো ঘটনাকে কেন্দ্র করে বচসা বাধে। পরে তা চরম আকার নেয়। পরিস্থিতি আয়ত্বে আনতে লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনী। তাতে জখম হন কয়েকজন, যার মধ্যে ছিলেন ওই যুব তৃণমূল নেতা।