গরমে রোদ মাথায় পায়ে হেঁটে প্রচারে রানীগঞ্জের তৃণমূল প্রার্থী
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২০মার্চঃ
শনিবার উখরায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন ও ভোট প্রচার করলেন রানীগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ শংকরপুর মোড় থেকে পায়ে হেঁটে ভোট প্রচার শুরু করেন তাপস বাবু। সঙ্গে ছিলেন দলের নেতা কাঞ্চন মিত্র, কৌশিক মন্ডল, শরন সাইগল, সোমনাথ চট্টোপাধ্যায়, রাজু মুখোপাধ্যায় সহ প্রায়’ শ দুয়েক কর্মী-সমর্থক। উখরা বাজার, পুরাতন হাটতলা, আনন্দমোড় হয়ে বাজপেয়ি মোড়ে এসে ভোট প্রচার শেষ হয়। রাস্তায়, দোকানে দাঁড়ানো মানুষজন, বাইক, টোটো, বাসের যাত্রীদের সাথে কর্মদন করে কখনো তাদের উদ্দ্যেশে হাত নেড়ে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানান তাপস বাবু। বয়স্কদের হাত নিজের মাথায় রেখে আর্শীবাদ নিতে ও দেখা যায় তাকে। এদিন স্কুল মোড়ে দলের একটি নির্বাচনী কার্যালয়ের ও উদ্বোধন করেন তাপস বাবু। এদিন তাপসবাবুর ভোট প্রচারে লক্ষ্যণীয় বিষয় ছিল উখরার তৃণমূলের সব গোষ্ঠীর নেতাদের উপস্থিতি। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান এখন গোষ্ঠীদ্বন্দ্ব, মনোমালিন্যের সময় নয়। আমাদের লড়াই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে।