দুর্গাপুরে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার প্রতিবেশী প্রৌঢ়
আমার কথা, দুর্গাপুর, ১৫ নভেম্বর:
দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার ২৯ নাম্বার ওয়ার্ডের অন্তর্গত দেশবন্ধু নগর এলাকার এক নাবালিকা, অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ লাতিফুল শেখ নামের এক প্রতিবেশীর বিরুদ্ধে।
পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এলাকারই বাসিন্দা তথা প্রতিবেশী বছর পঞ্চাশের এর লতিফ শেখ নামে ওই ব্যক্তিকে আটক করে কোকওভেন থানার পুলিশ।
এরপরে পুলিশ নাবালিকাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষা করায়।
নাবালিকা তথা অষ্টম শ্রেণীর ছাত্রীর মায়ের অভিযোগ, প্রায় ১৫ দিন আগে তার মেয়েকে বাড়িতে ডেকে জোর করে পানীয় জলের সাথে কিছু মিশিয়ে খাইয়ে মেয়েকে ধর্ষণ করে। ধর্ষনের সেই ছবি ক্যামেরা বন্দি করে পরে সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়েও দেয় অভিযুক্ত বলে অভিযোগ।
নাবালিকা ভয়ে বাড়িতে কিছু না বললেও,পাড়ায় থাকতে চায়নি। ঠাকুমার বাড়ি চলে যায় বলে জানান নাবালিকার মা।
পরে সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে প্রতিবেশীদের থেকে নাবালিকার মা জানতে পারে পুরো ঘটনা। তারপর মেয়েকে জিজ্ঞাসা করলে সমস্ত কথা বলে অষ্টম শ্রেণির ছাত্রী।
এরপরই স্থানীয় কোক ওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার।
লাতিফুল শেখ নামের এই ব্যক্তির এর আগেও এলাকার অন্য মহিলা সাথে এই ধরনের আচরণ করেছে বলে দাবি নাবালিকার পরিবার ও এলাকাবাসীর।
এখন এই ব্যাত্তির চরম শাস্তি দাবী করছে নাবালিকার পরিবার।