কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৪জানুয়ারীঃ
বিবেকানন্দ উৎসব কমিটির তরফ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের দেওয়া হল সম্বর্ধনা । রবিবার দুপুরে উখরা পুরাতন হাটতলা জমিদার স্টেট-এ এ উপলক্ষে সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন গীতা ভবনের অধ্যক্ষ সত্যানন্দ জী মহারাজ , আইনজীবি জীতেন চট্টোপাধ্যায়, দূগাপুর পৌরসভার মেয়র পারিষদ পবিত্র চট্টোপাধ্যায় সহ অন্যরা । এদিন অনুষ্ঠানে মাধ্যমিকে পরিক্ষায় সফল ৪৩ জন কৃতি ছাত্র-ছাত্রি কে সম্মধনা দেওয়া হয় । গত ৩৯ বছর ধরে তারা এই অনুষ্ঠান করছে বলে সংস্থার পক্ষে জানান সুধীর ঘটক । ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে অনুষ্ঠানের আয়োজন বলে জানান তিনি ।