বন্ধ ঘরে চুরির কিনারা, গ্রেপ্তার দুষ্কৃতিরা, উদ্ধার মালপত্র ও নগদ
আমার কথা, অন্ডাল, ৭ জানুয়ারি:
২৯-শে ডিসেম্বর কাজোরার লছিপুর মাঝি পাড়াতে সুদীপ অধিকারী নামে এক ব্যক্তির তালা বন্ধ ঘরে চুরির ঘটনা ঘটে। ঘরে তালা দিয়ে সপরিবারে সুদীপবাবু মায়াপুর, নবদ্বীপ গিয়েছিলেন বেড়াতে। সেই সুযোগেই দুষ্কৃতীরা ঘরে ঢুকে চুরি করে চম্পট দেয়। থালা-বাসন সহ বেশ কিছু আসবাবপত্র, নগদ টাকা ও সোনার অলংকার চুরি হয়েছে বলে সেদিন দাবি করেন সুদীপবাবু। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে অন্ডাল থানার পুলিশ। সিসিটিভি ফুটেজের ছবি দেখে চিহ্নিত করা হয় চুরির ঘটনাতে জড়িত মোঃ আসিফ ও মোহম্মদ রাজা নামে দুই দুষ্কৃতিকে। ঘটনার একদিন পরেই ঐ দুই দুষ্কৃতিকে আসানসোলের জাহাঙ্গীর মোল্লা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের আদালতে পেশ করা হলে মোহম্মদ আসিফের চার দিন ও মোহম্মদ রাজার ছ’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় আজ রবিবার পুলিশ তাদের ফের আদালতে পেশ করে। অন্ডাল থানার এক তদন্তকারী জানান হেফাজতে নিয়ে দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয়েছে গৃহস্থের ঘরে চুরি যাওয়া বাসন, আসবাব ও নগদ ৭৬ হাজার ৫০০ টাকা।
সূত্র মারফত জানা গেছে উখরা এলাকায় একটি চুরির ঘটনাতেও ধৃত মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ রাজা জড়িত ছিল। সেই চুরির কিনারা করতে ধৃত দুই দুষ্কৃতিকে ফের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।