চুরি যাওয়া ৫টি টোটো, মালিকদের ফেরালো দুর্গাপুর থানার পুলিশ
আমার কথা, দুর্গাপুর, ১০ মার্চঃ
হারিয়ে যাওয়া কিংবা চুরি যাওয়া টোটো উদ্ধার করে তাদের মালিকের কাছে ফিরিয়ে দিলো দুর্গাপুর থানার পুলিশ। মোট পাঁচটি টোটো উদ্ধার করে পুলিশ। আজ রবিবার সেই সব টোটোগুলি তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই দুর্গাপুর থানায় অভিযোগ আসছিল এই থানার অন্তর্গত এলাকা থেকে টোটো চুরি যাচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুর্গাপুর ইস্পাত নগরীর ডেভিড হেয়ার রোড থেকে একটি, ধোবিঘাট এলাকা থেকে একটি, ঋষি অরবিন্দ এলাকা থেকে একটি ও কাঁকসা থেকে দুটি টোটো উদ্ধার হয়। এই টোটোগুলি চুরি করে নানা জায়গায় বিক্রির অভিযোগে অভিযুক্ত বিট্টু বনিক বর্তমানে পলাতক, তাঁর খোঁজে তল্লাশী চালাচ্ছে পুলিশ। তবে কাঁকসায় দুটি টোটো বিট্টুর থেকে কিনেছিলেন শম্ভূ বনিক নামে যে ব্যাক্তি তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।