মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াসা
আমার কথা, পানাগড়, ২১ আগস্ট:
এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চড়ালো কাঁকসায়।
ঘটনাটি ঘটেছে কাঁকসার রুইদাস পাড়ায়।
পরিবার সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যা নাগাদ পরিবারের সদস্যরা ৫০ বছর বয়সী সান্তনা রুইদাসকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে রবিবার রাতে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে।
হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
কি কারণে মৃত্যু তার সঠিক কারণ জানতে পারে নি পরিবারের সদস্যরা।
ঘটনার তদন্তে নেমে মৃতদেহ আজ সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় কাঁকসা থানার পুলিশ।