দুর্গাপুরে লক্ষাধিক টাকার মার্বেল পাথর চুরি, গ্রেফতার ৩
আমার কথা, দুর্গাপুর, ৩ ফেব্রুয়ারী:
দেড় লক্ষ টাকার মার্বেল চুরি, তারপর তা উদ্ধার। গ্রেপ্তার প্রথমে তিন পরে আরও একজন। ওয়ারিয়া ফাঁড়ির অফিসার ইনচার্জ সৌমেন বন্দ্যোপাধ্যায় ও তদন্তকারী অফিসার অশোক বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের গোপাল মাঠে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে মার্বেল বিক্রির দোকান থেকে চুরি যাওয়া লক্ষাধিক টাকার মার্বেলের ঘটনা তদন্তে নেমে প্রথমে তিনজনকে গ্রেফতার করে চলতি মাসের ১ তারিখে। এরপর তাদেরকে ২ তারিখে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া তিনজনের নাম শামীম মোল্লা, শেখ নাজির ও লালটু কুমার দাস। এদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে ওয়ারিয়া ফাঁড়ি পুলিশ শুক্রবার গভীর রাতে দুর্গাপুর থানা এলাকার নঈমনগর থেকে গ্রেপ্তার করে নূর মহম্মদ নামের এক দুষ্কৃতীকে। তার ঘর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ এই মার্বেল পাথর।
উল্লেখ্য এই চারজন দুষ্কৃতী যে গাড়িতে করে এই মার্বেল চুরি করেছিল সেই গাড়িটিতেও নকল নাম্বার প্লেট বসানো আছে। ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ সেই গাড়িটি কেও বাজেয়াপ্ত করেছে। গাড়িটিও তারা কোথাও চুরি করেছিল কিনা সেটাও তদন্ত সাপেক্ষ। দোকান মালিক উজ্জ্বল ঘোষ জানালেন, “জানুয়ারি মাসের ২৬ তারিখে গোপাল মাঠের বনগ্রাম মোড়ে আমার মার্বেল এর দোকান থেকে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার মার্বেল পাথর চুরি হয়ে যায়। আমি তৎক্ষণাৎ ওয়ারিয়া ফাঁড়ির পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ তদন্তে নেমে দ্রুত দুষ্কৃতিদের গ্রেপ্তারের পাশাপাশি সমস্ত চুরি যাওয়া মার্বেল উদ্ধার করে। পুলিশের এই ভূমিকায় আমি অত্যন্ত খুশি।