নিয়োগ হচ্ছে ভিন রাজ্য থেকে, স্থানীয়দের চাকরির দাবিতে কাঁকসায় কারখানায় বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২১মার্চঃ
দুর্গাপুরের কাঁকসার ভি এস পি কারখানার গেটে রবিবার সকাল থেকে স্থানীয় শ্রমিকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ তাদেরকে কাজে না নিয়ে ভিন রাজ্য থেকে শ্রমিকদের এনে কাজে নিয়োগ করা হচ্ছে । স্থানীয় কৃষকের জমিতে গড়ে ওঠা কারখানায় স্থানীয় বেকার যুবকদের কাজ মিলছে না। আর ভিন রাজ্যের শ্রমিকরা দেদার কাজ পাচ্ছে বলে অভি্যোগ স্থানীয় শ্রমিক এবং বেকার যুবকদের।
এছাড়াও অভি্যোগ উঠছে ভিন রাজ্যের এক বিজেপি সাংসদ হুমকি দিচ্ছে বিজেপি করলেই মিলবে চাকরি না হলে নয়।
শ্রমিকরা আরও বলেন বেসরকারি ওই কারখানা বাম আমলে গড়ে ওঠে এবং স্থানীয় কৃষকদের জমি জলের দরে কিনেছিলো তৎকালীন বাম সরকার। মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা বিঘা পিছু জমি কিনে গড়ে ওঠে এই কারখানা। ২০০৪ সালে গড়ে ওঠা এই কারখানায় স্থায়ী ঠিকা শ্রমিক ছিল ১৫৭ জন এবং নিরাপত্তা রক্ষী ছিল ৪১ জন এবং ২০০ জন ছিল অস্থায়ী শ্রমিক। প্রথম থেকেই ভিন রাজ্যের শ্রমিকদের দেদার নিয়োগ হয় এই শিল্পতালুকে বলে অভি্যোগ স্থানীয় কৃষকদের।
স্থানীয় কৃষকদের অভিযোগ যেটুকু কাজ জুটেছিল তা ছিল স্থায়ী ঠিকা শ্রমিক এবং নিরাপত্তা রক্ষীর কাজ। ২০১৬ সালে কারখানাটি বন্ধ হয়ে যায়। এরপরে আবার সদ্য চালু হয়েছে কারখানা। বদল হয়েছে কারখানার মালিকানা। পূর্বে কাজ করা স্থায়ী শ্রমিকদের অভিযোগ তাদেরকে পুনরায় কাজে নেওয়া হবে না বলেই জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এর পরেই বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা ও স্থানীয়রা।
ভিন রাজ্যের ৪০০ জন শ্রমিককে ইতিমধ্যে গোপনে কারখানায় কাজে নিয়োগ করা হয়েছে স্থানীয়দের বাদ দিয়ে এমনটাই অভিযোগ।
কারখানা কর্তৃপক্ষ পুর্বের ১৫৭ জন শ্রমিকদের মধ্যে ২০ জনকে নিয়োগ করার কথা বলছে, এবং নিরাপত্তা রক্ষীর কাজে স্থানীয়দের একজনকেও নিয়োগ করা হয় নি বলে জানায় শ্রমিকরা।
চার বছর ধরে বন্ধ কারখানা বাঁচিয়ে রাখার পরে কারখানায় যদি স্থানীয়রা কাজ না পায় এবং ভিন রাজ্যের ছেলেরা যদি কাজ পায় তবে স্থানীয় বেকার যুবকদের সংসার চলবে কি করে এমনই প্রশ্ন তুলেছেন স্থানীয় শ্রমিকেরা । তবে কারখানা কর্তৃপক্ষ ভিন রাজ্যের শ্রমিকদের নিয়োগের কথা অস্বীকার করেছে।
কারখানার জেনারেল ম্যানেজার সঞ্জয় সিং জানিয়েছেন স্থানীয়দের নিয়োগের বিষয়ে আলোচনা চলছে।
স্থানীয় শ্রমিকেরা হুঁশিয়ারি দিয়েছেন এভাবে কর্তৃপক্ষ যদি ভিন রাজ্যের শ্রমিকদের নিয়োগ করে তবে তারা এমন আন্দোলন করবেন যার দায় বহন করতে হবে কর্তৃপক্ষকে।