পুজোর আগেই শেষ হবে দুর্গাপুর শহর সংলগ্ন জরাজীর্ণ সার্ভিস রোড সংস্কারের কাজ, আশ্বাস জেলাশাসকের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৯আগস্টঃ
দুর্গাপুর শহর ছুঁয়ে যাওয়া ২নং জাতীয় সড়কের সার্ভিস রোডগুলি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পরে রয়েছে। ওই সার্ভিস রোডগুলি ধরে যাতায়াতকারী এলাকাবাসীদের অভিযোগ এমনি সময় যেমন তেমন বর্ষার সময় এই রাস্তাগুলি দিয়ে যাওয়া আসা করা যেন যুদ্ধের সামিল। এই সার্ভিস রোডগুলি সংস্কারের জন্য বহুবার প্রশাসনকে জানানোর পর অবশেষে সেগুলি সংস্কার করার আশ্বাস মিলল জেলাশাসকের তরফে। আজ শনিবার দুপুরে কাদারোডের সার্ভিস রোড পরিদর্শন করেন জেলাশাসক আর তারপরেই তিনি জানান যেপুজোর আগে এই সার্ভিস রোডগুলি সংস্কারের কাজ শেষ করা হবে।
জেলাশাসকের সাথে এদিন উপস্থিত ছিলেন মহকুমা শাসক অনির্বাণ কোলে, আসান্সোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পুর্ব) অভিষেক গুপ্তা, এসিপি(পূর্ব) স্বপন দত্ত, পুরপিতা ধর্মেন্দ্র যাদব, জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে দুজন আধিকারিক সহ প্রশাসনিক আরো অনেকে।
জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান যে, অন্যান্য সার্ভিস রোডের থেকে কাদারোডের সার্ভিস রোডের গঠন একটু আলাদা ধরনের। কারন এখানে সার্ভিস রোডের নীচ দিয়ে দুর্গাপুর নগর নগমের জলের পাইপ লাইন গেছে। ফলে সংস্কারের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে তবে তাঁর সমাধান পথ ঠিক বেরোবে। তিনি আরো বলেন যে আশা করা যাচ্ছে পুজোর আগে সমস্ত জটিলতা কাটিয়ে সংস্কারের কাজ শেষ করা যাবে।