দুর্গাপুরে মতুয়া মন্দিরের সংস্করণের শুভ সূচনা
আমার কথা, দুর্গাপুর, ১০ নভেম্বর:
আজ ২১ নম্বর ওয়ার্ড সংলগ্ন সারা ভারত মতুয়া মহা সংঘের সার্বজনীন শ্রী শ্রী হরি গুরু চাঁদ মন্দির সংস্করণের শুভ সুচনা করেন দুর্গাপুর নগর নিগমের পুরো বোর্ডের চেয়ার পার্সন অনিন্দিতা মুখার্জি। উক্ত মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ড এর প্রাক্তন পুরো মাতা সুস্মিতা ভুঁই।সারা ভারত মতুয়া মহা সংঘের শাখা কমিটির সভাপতি সঞ্জীব কুন্ডু । এছাড়াও মন্দির কমিটির সম্পাদক মনোরঞ্জন রায় মন্দির কমিটির সম্পাদিকা ও সমাজ সেবিকা শান্তা ধারা এবং মন্দিরের একনিষ্ঠ সেবাইত হীরালাল দাস মহাশয় ছাড়াও অগণিত ভক্ত বৃন্দ। নগর নিগমের তরফে জানানো হয় ১২ লক্ষ্ ৯৮ হাজার টাকা ব্যয় ধার্য্য করা হয়েছে মন্দির টি সংস্কারের জন্য এবং দের মাসের মধ্যেই কাজ সম্পন্ন করা হবে।