লাউদোহায় একই পোলট্রি ফার্মে বারংবার চুরি, ক্ষুব্ধ ব্যবসায়ী
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২ডিসেম্বরঃ
পোল্ট্রি ফার্মে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় । বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ফরিদপুর(লাউদোহা) থানার হেতেডোবা আদিবাসী এলাকায় ।
এদিন সকালে কাজে যোগ দিতে আসা ফার্মের কর্মীদের নজরে আসে চুরির ঘটনাট। খবর পেয়ে ঘটনাস্থলে হাসান ফার্মের মালিক নাসের আলি। তিনি জানান ফার্মের বেশ কয়েকটি মুরগির খাঁচার তালা ভেঙ্গে মুরগি নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। চুরি যাওয়া মুরগি গুলির বাজার মূল্য আনুমানিক লাখ টাকারও বেশি বলে দাবি করেন তিনি। মুরগির পাশাপাশি ফার্মের কাজে ব্যবহৃত প্রায় ৩০-৪০ হাজার টাকার সামগ্রীও চুরি গেছে বলে জানান নাসের বাবু। ওই ব্যবসায়ীর আরো অভিযোগ, এই নিয়ে চারবার ফার্মে চুরির ঘটনা ঘটলো। প্রতিবারই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও কোন ঘটনার আজও কিনারা হয়নি। বারবার চুরির ঘটনা ঘটায় যথেষ্ট আতঙ্কিত ও ক্ষুব্ধ ওই পোলট্রি ফার্মের মালিক। চুরির খবর পেয়ে ফার্মে আসে ফরিদপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।