স্বাস্থ্যসাথীর সুবিধা নিয়ে হার্টের অস্ত্রপচার করিয়ে মুখ্যমন্ত্রীর সাথে থাকার অঙ্গীকার কাঁকসার বাসিন্দার
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৫ফেব্রুয়ারীঃ
স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা করিয়ে রীতিমত সুস্থ্ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ দিয়ে মুখ্যমন্ত্রীর সাথে থাকার কথা জানালেন কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরের বাসিন্দা ভূপেন চক্রবর্তী।
জানা গিয়েছে ভূপেনবাবু হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন প্রায় ৯০ শতাংশ তার হার্ট ব্লক। এরপরেই কাঁকসার রাজবাঁধে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় অস্ত্রপচারের জন্য।
স্বাস্থ্যসাথী কার্ড থাকার সুবাদে বিনামূল্যে তাঁর অস্ত্রপচার হয় ওই হাসপাতালেই। স্বাস্থ্যসাথীর কার্ডে অস্ত্রপ্রচারে পর বর্তমানে পুরোপুরি ভাবে সুস্থ রয়েছেন বলে জানান ভূপেনবাবু। ভারী কাজ করতে না পারলেও এলাকায় তৃণমূল নেতাদের সাহায্যে গ্রামেই একটি কাজ পেয়ে সংসার চালাচ্ছেন ভূপেনবাবু। তিনি জানিয়েছেন সব কিছুই হয়েছে স্বাস্থ্য সাথী কার্ড থাকার জন্য।