আগামীকাল(বৃহস্পতিবার) থেকে জল পেতে চলেছেন দুর্গাপুরবাসী, আশ্বাস জেলাশাসকের
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৪নভেম্বরঃ
যুদ্ধকালীন তৎপরতায় চলছে দুর্গাপুর ব্যারেজের ৩১নং লকগেট মেরামতের কাজ, আর সব ঠিকঠাক চললে আগামীকাল থেকেই আবার স্বাভাবিক ছন্দে ফিরবে শহর দুর্গাপুরের জীবনযাত্রা, এমনটাই আশ্বাস দিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। জেলাশাসকের এই আশ্বাসে সায় দিলেন সেচ দপ্তরের সচিব গৌতম চট্টোপাধ্যায়। সেচ দপ্তরের সচিব গৌতম চট্টোপাধ্যায় ও জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান, আজ দুপুরে কাজ শুরু হয়েছে। যে তৎপরতার সাথে কাজ চলছে তাতে আশা করা যাচ্ছে আজ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে কাজ শেষ হয়ে যাবে আর কাজ শেষ হলে দুর্গাপুর ব্যারেজে জল ঢুকে যাবে সকালের মধ্যে। স্বভাবতই প্রশাসনিক এই আশ্বাসবানীতে বেশ কিছুটা আস্বস্ত হতে দেখা যাচ্ছে শহরবাসীকে।
গত শনিবার ভোর পাঁচটা নাগাদ ৩১নং লকগেট ভেঙ্গে যায় আর তারপর থেকে একটা একটা দিন করে শহরে বাড়তে থাকে জলের সমস্যা। বাড়তে থাকে জলের সংকট। সেই পরিস্থিতি মোকাবিলা করতে রীতিমতো বেগ পেতে হয় দুর্গাপুর নগর নিগম সহ জেলা প্রসাসনকে। তবে প্রথম দিনেই জেলা প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যতটা সম্ভব এই পরিস্থিতি মোকাবিলা করতে তাঁরা প্রস্তুত। জেলা শাসক পূর্নেন্দু মাজি জানান প্রশাসনের সেই প্রতিশ্রুতি রক্ষা করতে আসানসোল পুরসভা, কলকাতা পুরসভা থেকে শুরু করে পুলিশ, অসামরিক প্রতিরক্ষাকারীদের ভূমিকা ছিল অনস্বীকার্য। পাব্লিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগ(পিএইচই) থেকে দুদিনে সাধারন মানুষের জন্য জেলা প্রশাসনকে মোট ১৪ লক্ষ জলের পাউচ দিয়ে সাহায্য করা হয়েছে। এছাড়াও শহরের সমস্ত ওয়ার্ডের জন্য ১৪০টি জলের ট্যাংকারের মাধ্যমে জল সরবরাহ করা হয়েছে। এছাড়াও জেলাশাসক শহরবাসীর উদ্ধেশ্যে জানান যে আগামীকালের মধ্যে পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে যাবে তাই আতঙ্কিত হওয়ার আর কোনো প্রয়োজন নেই।