দুয়ারে রেশন প্রকল্প থেকে বঞ্চিত রাজকুসুম গ্রামের বাসিন্দারা, অভিযোগে অবরোধ
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১মেঃ
গত ছয় মাস ধরে দুয়ারে রেশন প্রকল্পের আওতায় কিছু পাচ্ছেন না কাঁকসার রাজকুসুম গ্রামের বাসিন্দারা। এই অভিযোগ তুলে পানাগড় বাজারে অবস্থিত একটি রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা।
গ্রামের বাসিন্দাদের অভিযোগ গত ছয় মাস ধরে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে রেশন দেওয়ার কথা থাকলেও তারা তা পাচ্ছেন না।
ডিলারকে বারবার ফোনের মাধ্যমে জানানো হলেও তিনি নানা অজুহাত দেখান বলে অভিযোগ।
অবশেষে রবিবার রেশনের দাবীতে বিক্ষোভ দেখান রাজকুসুম গ্রামের বাসিন্দারা।
তারা জানিয়েছেন রেশন দোকানের সামনে এসে তারা দেখতে পান রেশন দোকান বন্ধ। এর পরেই ক্ষুব্ধ গ্রামের বাসিন্দারা রেশন দোকানের সামনে পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখতে থাকে। পরে খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দিলে বিক্ষোভ উঠিয়ে নেয় বিক্ষোভকারীরা।
যদিও বহুবার ওই ডিলারের সাথে যোগাযোগ করলেও যোগাযোগ করা সম্ভব হয় নি।