ব্লক সভাপতির অপসারনের পরেই পদত্যাগ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের
আমার কথা, দুর্গাপুর, ২১জানুয়ারি:
দুর্গাপুর-ফরিদপুর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় পদ থেকে অপসারিত হতেই দলের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ্যে এলো প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। রবিবার জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে পদত্যাগ পত্র জমা দিলেন প্রতাপপুর পঞ্চায়েতের ১৬ জনের মধ্যে ১৩-জন পঞ্চায়েত ও তিনজন পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য। পদত্যাগীদের মধ্যে রয়েছেন পঞ্চায়েতের তৃণমূল প্রধান সীতারাম রুইদাস, উপপ্রধান মাধব চন্দ্র দে ও। তৃণমূলের ১৬ জন বুথ সভাপতিও দলের অঞ্চল সভাপতিদের কাছে এদিন পদত্যাগ পত্র জমা দেন বলে খবর। প্রতাপপুর পঞ্চায়েতের উপপ্রধান মাধবচন্দ্র দে বলেন সুজিত মুখোপাধ্যায় আমাদের অভিভাবক। তার নেতৃত্বেই পঞ্চায়েত ভোটে দল জিতেছে। অথচ তাকেই ব্লক সভাপতি পদ থেকে সরানো হলো, এটা খুবই হতাশা ও দুঃখজনক। তাই আমরা সবাই একযোগে এদিন দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছি বলে জানান মাধব বাবু। পাশাপাশি তিনি জানান জেলা সভাপতির কাছে অনুরোধ করেছি সুজিত মুখার্জিকেই ব্লক সভাপতি পদে পুনর্বহল করা হোক, তাহলে আমরাও পদত্যাগ পত্র ফিরিয়ে নেব। অন্যদিকে প্রতাপুর পঞ্চায়েত এলাকায় তৃণমূলের দুই অঞ্চল সভাপতি কাজল মুখোপাধ্যায় ও জগবন্ধু সাধু জানান এদিন ১৬ জন বুথ সভাপতিও তাদের কাছে পদত্যাগ পত্র দিয়েছে। সুজিত বাবুকে ব্লক সভাপতির পদ থেকে অপসারণ করাই দলের সকলে খুব হতাশ বলে জানান তারা।
তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন সাংবাদিকদের একাংশের কাছে বলেন কারও পদত্যাগ করার কথা আমার জানা নেই। তবে এটা দলের সিদ্ধান্ত। দলের সিদ্ধান্ত সবাইকে মেনে চলতে হবে। পাশাপাশি তিনি জানান ব্লক সভাপতি পদ থেকে অপসারিত সুজিত মুখার্জিকে দলের সাধারণ সম্পাদক করা হয়েছে।