দুর্গাপুরে আয়োজিত হল মাহিন্দ্রা কোম্পানীর রিটেলার কনফারেন্স
আমার কথা, দুর্গাপুর, ১৪ অক্টোবর:
দুর্গাপুরে সিটিসেন্টারে একটি বেসরকারী হোটেলে মাহিন্দ্রা কোম্পানির রিটেলার কনফারেন্স(২০২৩) এর আয়োজন করা হয়েছিল। এই প্রথমবার কলকাতার বাইরে দুর্গাপুরে এই কনফারেন্সের আয়োজন করা হয়। মাহিন্দ্রা কোম্পানির সাউথ বেঙ্গলের ডিস্ট্রিবিউটর প্রাইম মুভার্স অ্যাসোসিয়ে টস প্রাইভেট লিমিটেডের ৮৮ জন রিটেলার কে নিয়ে এই প্রথমবার দক্ষিণবঙ্গে কলকাতার বাইরে দুর্গাপুরে রিটেলার কনফারেন্স হল যেখানে উপস্থিত ছিলেন মাহিন্দ্রা কোম্পানির ন্যাশনাল সেলস হেড সঞ্জয় চ্যাটার্জী, জোনাল হেড তরুণ খুরানা, প্রাইম মুভার্সের নন্দলাল কোঠারি ও অজয় কোঠারি প্রদীপ প্রজ্জলের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরে মাহিন্দ্রার বিভিন্ন ব্যবসায়ীমূলক আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন রিটেলার মালিকদের হাতে তাদের ক্যাটাগরি ওয়াইজ পুরস্কার তুলে দেওয়া হয় এবং বিভিন্ন রকম ভাবে মাহিন্দ্রা গুনমান নিয়ে রিটেলের দিকগুলি বোঝানো হয়।