বামুনাড়ায় বহুতল আবাসনের বারোতলা থেকে পড়ে মৃত্যু ডিএসপির অবসরপ্রাপ্ত আধিকারিকের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৬আগস্টঃ
দুর্গাপুর ইস্পাত কারখানার এক অবসরপ্রাপ্ত আধিকারিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের বামুনাড়ার এক বহুতল আবাসনে। মৃত ওই ব্যাক্তি নাম অভিজিৎ ঘোষ(৬৩)।
মলানদিঘি ফাঁড়ির অন্তর্গত তপোবন সিটি নামে ওই বহুতল আবাসনের বারো তলা উপর থেকে পড়ে মৃত্যু হয় অভিজিতবাবুর। ওই আবাসনের নিরাপত্তারক্ষী সন্ধ্যা রুইদাস জানান তিনি ডিউটির চেয়ারে বসে ছিলেন। সেই সময় তাঁর সামনেই অভিজিৎবাবু এসে মেঝেতে আছড়ে পড়েন। তা দেখেই তিনি দৌড়ে অন্যান্যদের খবর দেন। খবর দেওয়া হয় পুলিশকেও। মলানদিঘির ফাঁড়ির পুলিশ গিয়ে অভিজিতবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।
অভিজিতবাবুর এক বন্ধু তথা সহকর্মী দেবীপ্রসাদ দে জানান, অভিজিৎবাবুর এক মেয়ে ও এক ছেলে রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি খুব দুঃশ্চিন্তায় ছিলেন। পাশপাশি তিনি শারীরিকভাবেও অসুস্থ ছিলেন। সব মিলিয়ে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।