দুবাই থেকে বাড়ি ফিরতে গিয়ে অন্ডালে দুর্ঘটনার কবলে ৮
- আমার কথা, অন্ডাল, ৩ এপ্রিল:
দমদম থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হল একই পরিবারের আটজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সকলেই কুলটির বাসিন্দা বলে জানা যায় ।
শেখ আরমান পশ্চিম বর্ধমান জেলার কুলটির বাসিন্দা, কর্মসূত্রে থাকেন সুদুর দুবাই-এ। পরিবারের সদস্যদের সাথে ঈদ উৎসবে শামিল হতে দুবাই থেকে আকাশ পথে বুধবার দমদম বিমানবন্দরে নামেন। তাকে আনতে পরিবারের সাতজন সদস্য চার চাকার গাড়ি করে বিমানবন্দরে যান। আরমানকে সাথে নিয়ে ফেরার সময় বেলা একটা নাগাদ গোপালমাঠ ফ্লাইওভার পেরিয়ে দুপচুড়িয়ার কাছে আসতেই ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের ট্যাঙ্কারকে পেছন থেকে ধাক্কা মারে তাদের গাড়িটি। দুর্ঘটনায় গাড়ির চালক সহ আহত হন সকলেই। অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত দু’জন বর্তমানে ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীনম ড্রাইভার সহ পরিবারের একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসার জন্য তাদের স্থানান্তরিত করা হয় দুর্গাপুরের গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে। চালক চিকিৎসাধীন থাকায় দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। আরমান জানান ঈদের জন্য সৌদি আরব থেকে ফিরছি ফেরার পথে এমন ঘটনা ঘটবে ভাবতেও পারিনি।