পুরুলিয়া থেকে দুর্গাপুরে ফিরে মুখ্যমন্ত্রী জানালেন, “শরীর ভালো নেই”
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৩মার্চঃ
“শরীর ভালো নেই। কাজের চাপ আরো বাড়ছে।” মঙ্গলবার বিকেলে পুরুলিয়ায় তিনটি জনসভা শেষ করে দুর্গাপুরে ফিরে এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কাজের চাপ কেন বাড়ছে তা খোলসা করার আগেই তার নিরাপত্তাকর্মীরা তাকে হোটেলের ভিতরে নিয়ে চলে যান। এদিনও রাস্তার ধারে বহু তৃণমূল কর্মী ও সাধারন মানুষ তাকে শুভেচ্ছা জানান। দ্রুত সুস্থতা কামনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। “’খেলা হবে, খেলা হবে”’ স্লোগানের আওয়াজের মাঝেই তিনি হোটেলে ফেরেন। হোটেলে ঢোকার আগে তার শারীরিক অবস্থা জানতে চাইলে তিনি বলেন, “শরীর ভালো নেই। কাজের চাপ আরও বাড়ছে।” মুখ্যমন্ত্রীর কথায় আবেগতাড়িত হয়ে পড়েন তৃণমূল কর্মীরা। তারা ওনার দ্রুত আরোগ্য কামনা করেন। এদিনও তার সঙ্গে জনযাত্রায় সামিল ছিলেন তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়।