দুর্গাপুরে রক্তদানে যুক্ত সংগঠনগুলিকে নিয়ে “মিলনোৎসব”
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১২ মার্চঃ
২৫-২৭ শে মার্চ ২০২২ ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ওয়েল্ফেয়ার অ্যাসোয়াইয়েশন এর রাজ্য সম্মেলন সফল করার আবেদনে এবং আগামী গ্রীষ্মেকালীন রক্তের সংকট নিরসনে লক্ষ্যে দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে দুর্গাপুর মহকুমা এলাকায় রক্তদানের সাথে যুক্ত সংগঠনগুলিকে নিয়ে মিলনোৎসব হল দুর্গাপুর গেষ্ট হাউস সভা কক্ষে। ১২২টি সংগঠনের কর্মকর্তা মিলিয়ে মোট 250 জন স্বেচ্ছাসেবী বন্ধুরা উপস্থিত ছিলেন।
আগামীদিনে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্লাড কম্পোনেন্ট বসানোর জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।রক্তদাতাদের টিফিন ভাতা ২৫টাকা থেকে ৫০ টাকা করা এবং রক্তদাতাদের ব্যাজ পুনরায় চালু করার জন্য আবেদন জানানো হয়েছে।
আজকের সভায় মুমুর্ষ মানুষের সাহায্যার্থে শ্রী শুকদেব সিং তার পিতার ব্যাবহৃত একটি পেসমেকার যন্ত্র তুলে দেন সংগঠনের কর্মকর্তা ফোরামের সম্পাদক রাজেশ পালিতের হতে।
স্বাগত ভাষণ দেন রাজেশ পালিত। বক্তব্য রাখেন আইনজীবী আয়ূব আনসারী সহ অনান্য ব্যক্তি বর্গ। কোভিড -১৯ সময়কালে স্বেচ্ছায় রক্তদাতাসমূহকে সম্মান জ্ঞাপন করা হয়েছে। ১৫ টি শিবির সংগঠকরা তাদের টিফিনভাতার অর্থ সম্মেলন তহবিলে দান করেছেন।পরিমান ৯০২৩টাকা।
সভাপতিত্ব করেছেন শ্রী কবি ঘোষ।