আইসিডিএস সেন্টারের শিক্ষিকার বিরুদ্ধে চাল পাচারের অভিযোগ
আমার কথা, অন্ডাল, ২১ নভেম্বর:
চাল পাচারের অভিযোগ উঠল আইসিডিএস সেন্টারের এক শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শিক্ষিকার। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিল প্রশাসন। মঙ্গলবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের রাঙ্গামাটি গ্রামের ঘটনা।
রেশন দুর্নীতি নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। দুর্নীতির অভিযোগে বর্তমানে জেলে রয়েছেন প্রাক্তন খাদ্য তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই আবহে মঙ্গলবার আইসিডিএস সেন্টার এর মিড-ডে মিলের চাল পাচারের চেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা তৈরি হল দুর্গাপুর-ফরিদপুর ব্লকের রাঙ্গামাটি গ্রামে। ঘটনায় জড়িত ওই সেন্টারের শিক্ষিকা সুষমা রুইদাস বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাঙ্গামাটি গ্রামের একটি আইসিডিএস সেন্টারের কয়েক বস্তা চাল টোটো তে করে পাচার করা হচ্ছিল শিক্ষিকা সুষমা রুইদাসের নির্দেশে। স্থানীয় বাসিন্দা শেখ আনারুল জানান টোটো তে চালের বস্তা চাপানো দেখে সন্দেহ হয়। চাল কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞেস করলে দিদিমণি জানান পার্শ্ববর্তী শ্রীকৃষ্ণপুর গ্রামের একটি আইসিডিএস সেন্টারে চাল শেষ হয়ে গেছে তাই সেখানে পাঠানো হচ্ছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় টোটোর পেছনে ধাওয়া করলে দেখা যায় শ্রীকৃষ্ণপুর যাওয়ার পরিবর্তে চাল নিয়ে যাওয়া হচ্ছে লাউদোহার দিকে। পাচারের বিষয়টি নিশ্চিত হওয়ায় লাউদোহা গৌরবাজার রাস্তার মাঝে টোটোটিকে দাঁড় করায় স্থানীয়রা। চাল কোথায় নিয়ে যাওয়া হচ্ছে টোটো চালক নির্দিষ্টভাবে তা বলতে পারেনি। চাল সহ টোটো আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়দের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই লাউদোহা থানার পুলিশ, বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায়, জেলা পরিষদের খাদ্য-কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় সহ অন্যরা।
স্থানীয়রা জানান আইসিডিএস সেন্টারের দিদিমণি সুষমা রুইদাস শাসক দল তৃণমূলের ঘনিষ্ঠ। তিনি এই চাল পাচার করারচ্ছিলেন। যদিও পাচারের কথা অস্বীকার করেন দিদিমণি সুষমা রুইদাস। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় বলেন ওই দিদিমণি তৃণমূল কংগ্রেসের কেউ নন। ঘটনায় মিথ্যা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দিদিমণির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সব জানান সুজিত বাবু।