স্কুল থেকে পাচার হচ্ছিল চাল, আটকালো গ্রামবাসীরা
আমার কথা, পানাগড়, ২০ আগস্ট:
বিদ্যালয় থেকে চাল চুরির ঘটনায় চাঞ্চল্য চড়ালো এলকায়। ঘটনাটি ঘটেছে পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে। রবিবার সকালে স্থানীয়রা দেখতে পান একটি টোটোয় করে বিদ্যালয়ের বস্তা বন্দী চাল পাচার করা হচ্ছিল।
স্থানীয়রা দেখতে পেয়ে টোটোটিকে আটকে রাখে।
খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে।
খবর দেওয়া হয় বিদ্যালয়ের শিক্ষকদের। ওই বিদ্যালয়ের মধ্যেই রয়েছে হিন্দি মাধ্যমের প্রাথমিক স্কুল।
প্রাথমিক স্কুলের শিক্ষক সুশীল শর্মা জানিয়েছেন তিনি এই বিষয়ে খবর পেয়েই ছুটে আসেন। তিনি জানিয়েছেন তাদের স্টোর রুমে তালা লাগানো রয়েছে। হাই স্কুলের স্টোর থেকে চাল চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় সাথে যারা যুক্ত আছে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা এবং অভিভাবকেরা।
ঘটনাস্থলে আসেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা। তিনি জানিয়েছেন এই ধরনের ঘটনা আজ প্রথম নয়।
বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার বিষয়ে প্রতারণা করা হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা সময় মত আসেন না, যখন যার মন হয় চলে যায়। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি।