ফরিদপুর থানার উদ্যোগে পথ সচেতনতা কর্মসূচি
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১২ ডিসেম্বরঃ
রবিবার ফরিদপুর ( লাউদোহা ) থানার উদ্যোগে পদযাত্রার মাধ্যমে এলাকায় আয়োজিত হল পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচি। পদযাত্রাটির সূচনা হয় থানা থেকে, শেষ হয় বিডিও অফিস মোড়ে। উপস্থিত ছিলেন এসিপি (ইস্ট) তহীদ আনোয়ার, সিআই (বি) পিন্টু সাহা, থানার আধিকারিক পলাশ মন্ডল সহ অন্যরা। এছাড়াও পদযাত্রায় পা মেলান পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার্স ও সমাজের বিভিন্ন অংশের মানুষজন।
এসিপি তহীদ আনোয়ার জানান সড়ক দুর্ঘটনা এড়াতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে নেওয়া হয়েছে দুই মাসব্যাপী সচেতনতা কর্মসূচি। ইতিমধ্যে বেশ কয়েকটি থানা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়েছে। ধারাবাহিকভাবে প্রতিটি থানা এলাকাতেই তা করা হবে। কারণ জীবন অমূল্য। সামান্য অসাবধানতার কারণে প্রতিদিনই অনেক প্রাণহানির ঘটনা ঘটে। হেলমেট পড়া আর ট্রাফিক নিয়ম মেনে বাইক চালালে তা এড়ানো সম্ভব সেজন্যই এই সচেতনতা কর্মসূচির আয়োজন বলে জানান তিনি।